সৈয়দ তারিক

জাগরণ

চাঁদে-পাওয়া রাতে ঝিমানো শহরে
হেঁটেছে যুবক কবিতাহত,
বুকে ছিলো ব্যথা অবিশ্বাসের
চোখে স্বপ্নের পুরানো ক্ষত
শীতঘুমে কাটে গ্রীষ্ম-বর্ষা
জড়তাবিধুর কলমদান;
সুবেহসাদিকে ঘুম ভেঙে দিয়ে
কানে কানে তুমি দিলে আজান


সিন্দাবাদ

থামে না সফর সিন্দাবাদের
আসে না ক্লান্তি তার,
বাইরে সাগর ভিতরে সাগর
সাগরের নাই পার
এই বন্দরে একটু দাঁড়ায়
ওই বন্দর ছাড়ে,
সিন্দাবাদের কিসতি যাচ্ছে
পারহীনতার পারে



মন্তব্যসমূহ