শিমুল আজাদ

প্রাপ্তি  অপ্রাপ্তির কুঞ্জে

নিশ্চিত আমরা কেউ পরিতৃপ্ত নই নিজ নিজ অবস্থানে!

তবে এটি ঠিক তৃপ্তির সুরও খুব বেশি দিন স্থায়ি হয় না-
নিজ ভূবনে

অর্থাৎ একদিন কোনো এক ক্ষণে-তৃপ্ততা এসে তার গান
ঠিকই শুনিয়ে গেছে!

যে কারণে, একজন তৃপ্ত মানুষের বুকেই অতৃপ্তির মোহ,
তৃপ্তির প্রজ্জ্বলতা ধুক ধুক ছোটে

আরও এই যে, আমরা নিশ্চিত প্রাপ্তির মোহে-
সর্বদা উন্মাদ হয়ে পুড়ি
সন্তুষ্ট হতে পারি না! সম্পূর্ণ প্রাপ্তিতেও;
সর্বোচ্চ শিখরে উঠেও পারি না প্রকৃত তৃপ্ত হতে

নিশ্চিত আমরা প্রত্যেকেই শেষ-মেশ প্রবল
অতৃপ্তি নিয়েই মরবো- মিছে এই মোহের সংসারে

ভিন্নতার ভূবনে

 কথা আমি মানি, বিশ্বাস করি-প্রত্যেক মানুষ নানা সব বিষয়ে দক্ষ!
প্রত্যেকের নিজস্ব কিছু সঞ্চয় আছে,অভিজ্ঞতা আছে; যা অধিক মূল্যবান

আমাদের চেতন  বোধশক্তি প্রকৃতই সঠিক পরিমাপে ব্যর্থ !
কে না!আমরা দক্ষ পাইলট, ক্যাপ্টেন,অথবা ড্রাইভার নই
ফলে নিজ মেশিনটাকে অদক্ষের ব্যবহারে নষ্ট করে ফেলি


 কথা আমি মানি, বিশ্বাস করি-প্রত্যেকের অভিজ্ঞতা ভিন্নতর,
সূক্ষ্ণতর এবং উপাদেয়
আর এই সব ভিন্নতার অধিকাংশই অব্যক্ত থেকে যায়,
চিরকাল রহস্যময় হয়ে ফোটে-নিজ নিজ ভূবন আকাশে

 কথা আমি মানি, বিশ্বাস করি-
তোমার আমার সম্পর্কে রয়েছে-এক বার্লিন প্রাচির!
যেটিকে আজও আমরা ভাংতে পারিনি!
এমনকি ভাংবার চেষ্টাটি পর্যন্ত নয়!!


মন্তব্যসমূহ