জেবুননেসা হেলেন


নিবন্ধন বাতিল নয়

হিম ছুঁলেই রক্তের মাতম কমে কখনও,
কখনও কী কপাল ঘামে না?
বিলুপ্ত দিবস-রজনি থেকেই শশব্যস্ত
খেয়াতরীর বৈঠাটা তুলে রাখি...
ফের হিম ছুঁতে ইচ্ছে হতে পারে হিম গলে নদী বা হ্রদ হলে
ভেলায় চড়ার স্বাদ জাগতে পারে
রাতের আধারেই ভুলবশত মিত্রের হাতে
বকুলের মালা গলায় সুঘ্রাণ ছড়াতেও পারে
মানুষ নামটাই বৈচিত্রের স্বার্থান্বেষী

কির্তন মূল্য

বুকের উঠোনে ত্রেপালের ছাদ নেই
বৃষ্টি নামলেই তাই উঠোন ভিজে ওঠে ফোটায় ফোটায়
মানচিত্র শিল্পকলায় পদতলে বহমান বর্ষার ধারা...
না পাওয়ার সবুজ বেদনাবোধ খামচে ধরে
উঠোনের অরক্ষিত চৌহদ্দি
অনন্তকাল ধরে চলে যুদ্ধ মহামরি
উঠোন সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত
অপেক্ষার ছন্দবোধ খোঁজে...
চুপি চুপি সমৃদ্ধ ছাদের বাগান বিলাসের উঁকি দেয়ায় ঈর্ষান্বিত
কী হয়? কুয়াশাচ্ছন্ন হ্যালিউসিনেশন
নেমে আসে মুকুটহীন রাজার চুম্বকের আকর্ষন
উত্তরমেরু দক্ষিণমেরু উষ্ণ তাপ বিদ্যুৎ গলে গলে
পড়তে থাকে গাল বেয়ে নিরব উঠোনের মাটিতে
তামাকের পাতার অপশক্তি কী বুকের ফুসফুসে
অন্য বাসা বাঁধে? ধোঁয়ারকুন্ডলী পাক খেতে খেতে
উপরে উঠতে থাকে সাতপাকে বাধা গৃহিণীর বাধা ধরা
সনাতন বৈধতায় তুমি হাতির মাহুত হলে আমি তোমাকে
শেখাবো .সা.গু অথবা . সা. গু জন্ম একটি ধ্রুবসংখ্যা...


মন্তব্যসমূহ