জুনান নাশিত

দূরত্ব

কতোদিন দেখা হয় না!!!

লাল টুকটুকে মোরগের ঝুঁটি বেয়ে
যে আলোর ঝিলিক অন্দর ছেড়ে
উঠোনে ছড়াল
তার পিছু নেয়া ছায়ার শরীরে
কতো যে সময় গড়াল
থেমে গেল তারার নুপূর

কতোদিন দেখা হয় না!!!

মতিঝিল থেকে পল্টন
কিছু শব্দগত দূরত্বের মাঝে
একা একা পোড়ে আমাদের
যৌগিক জীবন
মাঝরাতে জেগে উঠে ভাবি
তুমিওতো পারতে দিগন্ত প্রাচীর থেকে
ভরাট চুম্বনের স্মৃতিগুলো
তুলে নিয়ে যেতে

নপুংসক

সাহস থাকে সামনে দাঁড়া
বাসলে ভালো আপন কর
বোধের বিদ্যেয় ঠোঁট ডুবিয়ে
উড়বে কবে ধুলোর স্বর?

নে তুলে নে মারণাস্ত্র
দেখবো আমি সাহস কার
মন বরাবর মারবি জোরে
জুটুক যতই তিরস্কার!

কী হলো রে? নেই কথা তোর?
তলিয়ে গেলি? ভাঙলো ঘোর?
পারবি না তুই, জানি আমি
তুই কতোটা ভূগোলগামী

তাইতো বলি তুই হলি গে
সলতে মোড়া নপুংসক
তোর চোখেতে চোখ মিলিয়ে
ভাঙবো আমি আমার বুক?


মন্তব্যসমূহ

মেঘ বলেছেন…
কী সুন্দর!