চৈতী আহমেদ


উদাস উতল
খুব বেশি কাজের ভেতরে ডুবে যাচ্ছি আজকাল তোমার না থাকাকে ভালোবাসতে শিখছি, পলাশ ফোটা দিনের উস্কানীতে সাড়া দিচ্ছে মন! রোমকুপাশ্রয়ী আগুন প্রজাপতি উড়াল শিখছে যখন-তখন ধরে ধরে মুঠিতে পুরে সবুজ কবরে শুইয়ে দিচ্ছি আদরে আদরে, বিবর্তন ঘুম ভেঙে একদিন তারাও হবে উপেক্ষার ধুসর ছায়া

ব্যবহার
.
আমারশব্দটি কতটুকু ভালোবাসা ধরে
অথবা কতটুকু অধিকার?
যতবার উচ্চারণ করেছো তুমি ততবার
আমাকে কেটেছে সাম্রাজ্যবাদী তলোয়ার
.
আকাশ-মর্ত্য-পাতাল কোথাও নেই, সাহচর্য নেই মানুষে,
পুষি না বেড়াল কিংবা পাখি; তবু দুর এসে শোনায়
দুরান্তের গান; দুরেইতো আছি, আর কতো দুরে যাবো?
প্রকৃতই দুরে গেলে কি তবে তোমাকে পাবো!




মন্তব্যসমূহ