জিয়াবুল ইবন

চাঁদরাতের কবিতা

এক

তুমিই কী চাঁদরাত
কেমোন কুয়াশা, কু-আশা...

সার্কাস
সার্কাস

জিমন্যাস্টিক দেখায় পাজেরো চাঁদ



দুই

গন্ধ-ভেজা ভাঙা বুকের চটটটে হাওয়া, জট পাকাচ্ছে

মেঝেতে মেশিনগুলো কাঁপছে, কাঁপছে টাইলসের বিড়াল

এতোগুলো বুক, গ্রেনেডের চেয়ে ভয়ানক ফড়ফড় ফেঁড়ে যাওয়ার আওয়াজ

শেষতক, কী বলবেন স্যার?






ছবি সৌজন্যঃ আন্তর্জাল

মন্তব্যসমূহ