তোফায়েল তফাজ্জল
গাভী না কিনেই যোগাড়ে ঘর্মাক্ত দোহনের হাঁড়ি
ঘোড়া না কিনেই পথ জুড়ে জুড়ে দেয় এর বিনোদন গাড়ি –
ঠোঁট কাটা গল্পের এমন তারল্যেই কব্জি ডুবে যাওয়া রস
কোথাও বা ঝড়ে যেনো ঠিক বক মরা ফকিরের যশ ।
টোকা না লাগতেই ঘাসের গোড়ায় রোদ ও শিশিরে হাটুজল
না নর্তকী মঞ্চে তবু নাকি বাজছে হাওয়াই হাওয়াই মল।
অথচ বাঁকিয়ে দেখো বাস্তবের ঘাড়
পার হয়ে রহস্যের নকল পাহাড়
দেখবে, এ সবের পশ্চাদ ভাগেই লেগে আছে পিঁপড়ে সারি,
শুনবে, ধুয়া-ধ্বনি তুলছে থামিয়ে হাজারো, লাখো গাড়ি।
মেঠো পথে, পাকা পথে একই অনুকার,
বোল পাল্টালেও তালে ঠিক, বাগে দাবি সেই তালগাছ বিচার।
![]() |
ছবিঃ রাজা সরকার |
মন্তব্যসমূহ