মিলন চট্টোপাধ্যায়
সুলুকসন্ধান
আসেনা আসেনা করে
মাঝে মাঝে গদ্য'রা আসে -
ছানাপোনা নিয়ে !
কবিতা তখন বুঝি জীবন খুঁজতে চেয়ে
কবিতা তখন বুঝি জীবন খুঁজতে চেয়ে
পথে নেমে যায় ?
তল্লাশ জারী আছে
এখনও পাইনি খুঁজে সুলুকসন্ধান !
এইটুকু লাভ শুধু
লেখনী আমার ঘরে অন্নের মাপ নিতে চায় ।
মাপ তো নেওয়াই আছে
মাঝে মাঝে গুনতিতে কম পড়ে যায় !
তল্লাশ জারী আছে
এখনও পাইনি খুঁজে সুলুকসন্ধান !
এইটুকু লাভ শুধু
লেখনী আমার ঘরে অন্নের মাপ নিতে চায় ।
মাপ তো নেওয়াই আছে
মাঝে মাঝে গুনতিতে কম পড়ে যায় !
![]() |
ছবি সৌজন্যঃ আন্তর্জাল |
মন্তব্যসমূহ