ঘুমন্ত পৃথিবীর রেপ্লিকা
বৃত্তের
কেন্দ্রে থাকে মানুষ, স্পর্শক
বরাবর ঈশ্বর...
১
তিনকোনা
আকাশ, মাথার
ওপর অসীম শূণ্যতা নিয়ে
উপলব্ধির
কযেকটা স্তর পেরিয়ে সবকিছু বিলীন হয়ে যাক
এই
শহর,সময়ের
বলিরেখা জারক-বিজারক
দৈর্ঘ্য
থেকে প্রস্থে কেষ্টপুর-VIP ট্রাফিক
জ্যাম
one step closer পঞ্চম
ব্রম্ভান্ডে আইনস্ট|ইন ও
অগরুম-বাগরুম | রাত্রিভাষা
পাল্টে ফ্যালে চতুরঙ্গের দেশে
রুপোলি
ক্লীয়পেত্রা
অসংখ্য 'কু' কাটছে হ্যাজাকের আলোয়
তোমার
নাভি আমার পাশবালিশের ক্রসিংওভার...
ওয়ান শর্টে ভার্জিনিটি লুজ করে পৃথিবী
সেকেন্ড শর্টে অবাধ্য নীহারিকা
২
ইকোফ্রেন্ডলি
মানুষ মস্তিস্কে কয়েক আউন্স
মৃত
ইচ্ছে বহন করে...
মানুষ যদি মানুষ হত
কোথাও
কোনো এক অনুলিপিতে কযেক লক্ষ নিউট্রিনো
বিস্ফোরণ
শেষে খুঁজে পেত ছায়া ও শূণ্যতা
যেখানে
সুখ ও দুঃখের diffusion রেট
টেনস
টু নাগরিক জীবন
সাবুর
দানার মত হোমিওপথির শিশিতে
হাই-ডেফিনেশন অজন্তা -ইলোরা |
৩
আজকের
রাশিফল:
কন্যা:
মোটা কালো মানুষ থেকে সাবধান |
বৃষ্টি
হবার থাকলে এমনিই হবে, পৃথিবীর সব গাছ
কে.
সি .পাল বা মহেন্দ্র দত্ত নয় সুতরাং
সকালে
কাক
ও কুকুর কে খেতে দিন, সময়
ও পরিস্থিতির বিচারে
সবুজ
রং এর জামা পরাই ভালো| রাস্তা
পার হবার
সময়
অযথা ঝুকি নেবেন না
পাবলিক কেমন দেবী দর্শন করলো ? কফির
কাপে
ছোটো
চুমুক TRP দশে সাড়ে সাত ছুই-ছুই
মেষ
রাশি: সময়টা একদম ভালো যাচ্ছে না ,
শিক্ষাক্ষেত্রে
বাধা বাবসায় লস তবে
চাকুরিজীবিদের ক্ষেত্রে অবস্থা স্থিতিশীল |
প্রতিকার স্বরূপ মাথায়
গামছা বেঁধে
সূর্যের
দিকে মুখ করে আড়াই পাক
ফেডেড
ডেনিমে এই আউটলুক সুপার হিট
বিশুদ্ধ
সিধান্ত:
একাদশ অধ্যায়ে চার নম্বর
প্যারা তিন নম্বর
লাইন
এর বামদিক থেকে সপ্তম শব্দ
উফ...
এটা সেন্সরর্ড
তবে
অবশ্য পালনীয় - > এতে পারিবারিক সুখ শান্তি
বজায় থাকবে
৪
একটা
লুপ মাঝপথে ক্লোজ করলে বিশেষগ্গের মতে
ভূমিকম্পের
প্রবণতা দশ গুন বাড়ে
বাবা
ও নেড়ি এক জাত হতে পারে
তেলের
দাম লিটার প্রতি পাঁচ টাকা বাড়লে
রুপিয়া লো রুপিয়া
হিং - ক্রিং
আয়াশী
তেল
চিটচিটে ঘাসে অর্ধেক লাল অর্ধেক সবুজ
কে যেন বলেছেন সরকার
জাতিশ্বর হলে
বি
.পি .এল , এ. পি .এল দুঃস্থ- লুলা
সবাই ঘুমিয়ে থাকবে
উল্কিতে আকা হাজারটা
শিলালিপি
কারো ঘাড় বাঁকা
কারো চোখ বোজা
বর্ণপরিচয়
উল্টে গেলে
আমি ক্ষেপনাস্ত্র দিলাম
সময়ের
হাতে দেশলাই
সময়
অন the টপ
৫
ফুটেজ
বলছে মানুষ ও ঈশ্বর সিমবায়োটিক জীব
রাবন
যুগে কবিতা অনেকটা লোকাল ট্রেনে
লেডিস
কম্পার্টমেন্ট এর মত যতই স্কিপ করো
ছিপি
খুলতে একটা ওপেনের লাগবেই ...
শরীরের অবভাস বদলে গেলে
টাটার প্রতিবিম্ব মিস্ত্রী
লিঙ্গবৈষম্য রুখতে তুমি হয়ে যাও মত্সকন্যা |
ব্রিজ-কোর্স
পাস করলে বুদ্ধির হাইব্রিডাইজেশান
ডাবল সেড
একপাশে X অন্যপাশে
হরিনাম |
সুইসাইড
নোট বলে :
শরীরে ব্লেড চালালে
ওটাই গ্যাংনাম স্টাইল
তুফানি চুমুকে
S ও আর.এস |
৬
সিজিন
ওযাইস এখানে সব বিক্রি হয়
৫০
% ফ্ল্যাট ডিসকাউন্ট এ
ইকির-মিকির একটা স্মার্ট
ক্লিক
বাবরের
চিরুনি , এবনাইট দন্ড
এক্সট্র| ডটেড তুতেনখামেন
উভলিঙ্গ
মাছ নিজেই নিজের ক্লোন বানায়
ক্লিপ
আর্টে অনুলোম - বিলোম
নিজেকে গুটিযে নিলে
দেয়ালে ' স্টিক
নো বিলস ' শিকারী চাঁদ
পায়েজামার অন্ধকারে
মিসিসিপি - মিসৌরি
তোমার অষ্টম গর্ভে
ব্লুহেভেন
এক গুচ্ছ টিউলিপ ফুল
স্টপ গ্যাপে ইফতার পার্টি চলে
বাঘ
ও গরু বৈদিক যুগ থেকে একটি আন্তরিক সম্পর্ক,
ব্যতিক্রম?
৭
পৃথিবী
থেকে রোমিং দুরত্বে থাকেন ঈশ্বর
ফাটা
ঠোটে সুরভিত আন্টিসেপটিক ক্রিম লাগাতে গিয়ে
তোমার
মনে হতেই পারে
হেমন্তের
আগুন , সেলোফেন পেপার আর
কমলা
লেবুর খোসার মধ্যে একটা মিল আছে
সাপের
বিষ দাঁত ভেঙ্গে চুমু খাওয়া
অনেকটাই
নিরাপদ ...
৮
সম্পর্কের
বিশুদ্ধতা খুজতে
দাড়ি
কমা সেমিকোলন নিস্প্রয়োজন
ছায়ারা
হেটে চলে অন্য আলোকেবর্ষে
টুপ
করে জলের শব্দ, শরীরে
শরীর ঘষার
প্লাস্টিক
শব্দ গাড়ির চাকার শব্দে মিলিয়ে যায়
আশ্চর্য
অনুভুতি
কৃত্তিম
ড্রপবক্স
এ জমা হতে থাকে একটার পর একটা
চিঠি| ধুলো পড়ে আবছা হয়
সময়ের
ওপাশে কয়েকটা আঙুল
স্পর্শ, ভীষণ জ্বর...
![]() | ||
|
বিতর্কিত
পঙ্গপাল
সিরিয়ার
শিশু মৃত্যুর দায়ভার আপনি
এড়াতে
পারেন না
বিতর্কিত
পঙ্গপাল বলে সংবাদপত্রে
আপনি
যে লেখাটি লিখেছেন
সেখানে
কোথাও পথের উল্লেখ নেই
মানুষ
ও কি পঙ্গপাল হোতে পারে!
টিভিতে
মাঝে মাঝে আপনাকে দেখি
খুব
সুন্দর গুছিয়ে কথা বলেন আপনি
আপনার
মতে
কলেজগার্ল
ও কলগার্ল এর পার্থক্য:উভয়েই
যে
কোনো সময়ে মৌমাছি থেকে
মধুতে
রূপন্তরিত হোতে পারে
পোস্টমর্টন:
টেস্ট টিউবে অন্তর্বাস যাচাই
করার মতন
জাতীয়
বিপর্যয়: কোনো সঠিক সঙ্গা আপনি দেননি
তবে,
আর
একটা উত্তরাখন্ড আমরা দেখতে চাই না
শিরোনামে
দেখতে চাই না আর একটা কামদুনি
সীমান্তে
পাঁচ জন জওয়ান মরলেও
আপনার
চায়ের কাপে একদানা চিনিও
কম
পরে না | লাঞ্চ ব্রেকে যখন আপনার প্রিয়
রেশমি
কাবাবে তৃপ্তির কামড় লাগান তখন কি মনে হয় ?
শরীর
নিরাকার ঈশ্বর হোলে
জংলী
ফুলের গন্ধেও ম ম করে ইচ্ছেরা
তাদেরই
বা দশ কী...
আপনারাও
তো ব্রেকফাস্ট টেবিলে সুখী দাম্পত্ত্য
রাতে
পারভাটেড!
আর
একটা দিল্লী হোলে দামিনীরা
মোমবাতি
মিছিলেই শেষ হয়ে যায়
আপনি
না সমাজতাত্ত্বিক, আপনি
না বুদ্ধিজীবি
সুতরাং
তার দায়ভার আপনার ওপরেও বর্তায়
আমি
বলি কি স্যার
পথ ই একমাত্র পথ
সোজা বা উল্টো
সপ্তম
তরঙ্গ
জীবন
থেকে ইতিহাসটা বাদ দিলে
তারকাটা
টেলিফোনের মত
পড়ে
থাকে যৌবন
রক্ত
মাখা স্ট্রেফ্রি গ্রিটিং কার্ড নয়
পৃথিবীর
সবকটা জানলার ওপারে
মুখগুলো
একই
চায়ের
কাপে কথারা বাষ্প হয়
কথারা
কি দায়বদ্ধ?
সরকার
ক্লিনচিট না দিলেও
নাভির
নীচ থেকে পৃথিবী আঁকা হয়
রেন্টালে
যৌথ সংসার...
শীতঘুম
শব্দের
নেশায় মায়াবী লাগে
রেস্তোরায়
লাল-নীল আলো
সিজোফ্রেনিক...
মাঝরাতে
ডোরবেল
মুখোমুখি
নিরুত্তর শ্রাবণ
আমি
কথা হারালাম!
লেভেল
ক্রসিং ডিঙচ্ছে ইচ্ছেরা
শিশির
মেখে সেকেন্ড লাইফলাইন
এরপর
শুধু শব্দ জন্ম নেয়
ঘাড়ের
নিচে স্পাইসি লাভ বাইট
তোমার
চোখে পৃথিবী নেচে ওঠে
ইজের
খুলে মায়াবী শীতঘুম
ছবিঃ সৌরদীপ্ত চৌধুরী, চিত্রপরিচালক
|
চতুর্থ
তরঙ্গ
১
রক্ত
মাখা জামা গলিয়ে নিচ্ছি রোজ এইভাবেই
তলপেট
থেকে হ্যালোজেন মাখা আলোককণা
জন্ম
দিচ্ছে শহর...
এইভাবেই
দিনগুলো রাত রাতগুলো দিন হয়ে যায়
চোখ
ফেটে সবুজ কালি, বড়
ভয় !
যেসব
সেফটিপিন শাড়ির আঁচল আটকে রাখে
তারাও
মাংশলোভী
শরীরে লুটোপুটি খেলে
বেজায় আরাম
আমি
উল্লাস ভেবে জিভ ছোয়াতেই
মৃত্যু, নীল হয়ে যায়
২
স্বপ্নের
উত্স থেকে কিছু প্রশ্ন তৈরি হয়: অলৌকিক মিথস্ক্রিয়া
আর
বন্ধ্যা গাছেদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে
প্রচন্ড
ইচ্ছা শক্তি মাটি ফুড়ে তুলে নেয় পাতাল| মদের গ্লাসে
পাপড়
চুবিয়ে খাওয়ার মধ্যেও ঔধত্ত্য লুকিয়ে থাকে
সাপের
নাকে চুমু খাওয়া অতৈ সস্তা?
৩
শব্দ
গুলোকে রিফ্লেক্টর দিয়ে প্রতিফলন করছি | ছোট বড়
ছায়ারা
কেউ কেউ বড্ড বেশি সমানুপাতিক! নিজের রেপ্লিকায়
আমি তোমার গ্রাফ চিত্র তুলেনি, রঙিন সানগ্লাসে নাটোরের
বনলতা সেন |
চিরকালের অক্ষমতায় ধৈর্যচুতি ঘটে
পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ সবকিছুই বড্ড
অপ্রাসঙ্গিক...
টেস্টটিউবে ইনভিট্রো
মানুষজন্ম !
৪
জীবন
থেকে দর্শনকে খুঁটে নিলে কী পড়ে থাকে ?
ব্র্যান্ডেড
ডেনিম, বডি
স্প্রে , কয়েক মুহূর্ত বিছানা
তোমার
চোখ বলছে
যন্ত্রণা
তোমার
ঠোট বলছে
আগুন
আমি
খুব ভালোবেসে আলোকে জড়িয়ে নিলাম
ব্যথার
আরামে
প্রেমচাঁদ বড়াল
স্ট্রিট...
৫
সকালগুলো
আমার জীবনে মিসডকলের মত
জিরো
আওয়ার পার্ট বাই পার্ট টাইমজোনে
সময়
কড়া নাড়ে | জাহাজের পাটাতনে হেলান দিয়ে
আমি
চুপ !
আশট্রেতে
পুড়তে থাকে একটার পর একটা রাত
মুখের
ছবি পাল্টে যায় চোখ পাল্টে যায়
আমার
জানলায় অর্ধেক পৃথিবী বাকি অর্ধেক
তোমার
চোখ হয়ে গ্যাছে...
![]() |
|
চার আঙুলে রুপকথা
১
হাত
ভর্তি কাঁচের চুড়িতে নিজের প্রতিবিম্ব
অনেকটা
দেওয়াল লিখনের মত
কখনো
কখনো শরীরে আগুন খুঁজলে
হ্যাজাকের
আলোয় চক চক করে ক্ষত
আমি
জাতিস্বর হলে
তোমার
নারীত্বে ভাসিয়ে দিতাম
একটুকরো
ঘুমের ট্যাবলেট
যে
ট্যাবলেটের সাথে পিল মিশলে
ভিজ্যুয়াল
এক্সপ্ল্যানেশনে
ফ্রি-পাওয়া
দশমীর রাত
স্বভাবতই
নো কমেন্টস !
২
ব্রা
এর স্ট্রাপ অনেকটা দেশলাই এর মত
ব্রেকফেল
মানেই
আগুন আগুন ...
মাপা
অভিসন্ধি বালিশ-চাদর ডিঙিয়ে
রেটিনা
থেকে রেটিনা
আকর্ষণের
কেন্দ্রবিন্দু বরাবর এপাশ ওপাশ
তরতাজা
শরীর ভরে নিলাম
এ
এক আশ্চর্য কলা
লক্ষ-কোটি
নিউট্রিনো
স্তন
থেকে স্তনে রাত্রিভাষা খোজে
তোমার
সাথে একটু অন্ধকার
শোবো
বোলে জামা জুতো খুলি ...
৩
তোর
বুকে হাত রাখলে
শরীরের
কক্ষপথ প্রায় সাড়ে উনিশ ডিগ্রি সরে যায়
ইদানিং
তেষ্টা পেলে আমি বাথরুমে যাই
আমার
হা এর ভেতর
তেত্রিশ
কোটি নদী ...
নদীও
শুকিয়ে যায়
তোর
নাতিশীতোষ্ণ নাভি
অনেক
জলবায়ু বদলের সাক্ষী|
৪
সিজিন
ওযাইস এখানে সব বিক্রি হয়
৫০
% ফ্ল্যাট ডিসকাউন্ট এ
ইকির-মিকির একটা স্মার্ট
ক্লিক
বাবরের
চিরুনি , এবনাইট দন্ড
এক্সট্র| ডটেড তুতেনখামেন
উভলিঙ্গ
মাছ নিজেই নিজের ক্লোন বানায়
ক্লিপ
আর্টে অনুলোম - বিলোম
নিজেকে গুটিযে নিলে
দেয়ালে ' স্টিক
নো বিলস ' শিকারী চাঁদ
পায়েজামার অন্ধকারে
মিসিসিপি - মিসৌরি
তোমার অষ্টম গর্ভে
ব্লুহেভেন
এক গুচ্ছ টিউলিপ ফুল
স্টপ গ্যাপে ইফতার পার্টি চলে
বাঘ
ও গরু বৈদিক যুগ থেকে একটি আন্তরিক সম্পর্ক,
ব্যতিক্রম?
৫
নীল
তিমির দেশে
অন্ধকার
থাকে
শরীরে
জোনাকি নামলে
সব
অন্ধকার ছাতিম গাছ হয়ে যায়...
৬
স্বপ্ন
দেখা মূলত একটি গবেষণা
ঐতিহাসিক
চিন্তাভাবনার মধ্যে দিয়ে বহুল প্রতিষ্ঠিত মতবাদ
ক্যানভাস
জুড়ে স্পেস নিয়ে খেলতে গেলে
জাপটে
ধরে টুকরো ঘটনাপঞ্জি | মোহভঙ্গ
বড়
অপরাধ !
ভাষার
শরীরে অনেকরকম খাঁজ থাকে
প্রকাশ্যে
কিংবা অপ্রকাশ্যে
চর্যাপদ
বৃষ্টির সাথে মিশলে
কবিতা
আধুনিক হয়
ইরোটিক
টাচে কি সাংঘাতিক নৈসর্গ
৭
তোমাকে
গোপন করার কিছু নেই, সত্যিই
কিছু নেই
ফেসবুক
বা টেলিফোনিক কথোপকথন |
যা
গোপন করতে পারি সেটা ওই দৃষ্টি, দৃষ্টি মানুষ বিশেষে বদলায়
আয়নায়
নিজেকে দেখলে মাঝে মাঝে ক্ষুধার্ত লাগে
এ
এক অগ্নিপরীক্ষা - বড় ভয় !
শরীরের
আশটে গন্ধ, সমস্ত
বদ রক্ত কোথাও যেন উধাও হচ্ছে
সিগারেটের
ধোয়া ছায়াপথ বরাবর ...
হোতেই
পারে
মানষিক
বিপর্যয় ঘুর্ণাবর্ত বহুব্রীহি সমাস
মন্তব্যসমূহ