বীরেন মুখার্জী

আশ্চর্য বাতাসে বাজে

তোমাদের নদীতে বাইপাস দেখিনি কোনোদিন
অথচ জলের তরঙ্গে দোলে সময়ের পরিহাস
ভাঁজ করা স্বপ্ন নৃ-মুদ্রায় ঝরায় অসংখ্য রাত
আর হেসে হেসে গলে যায় প্রারম্ভিক শয্যায়

এভাবে সরে যায় প্রতিটি বিন্দু_দৃশ্য থেকে
পার হয়ে আষাঢ়সঘন দিনের আলস্য
কিংবা বীজ থেকে সংগুপ্ত প্রাণের প্রণোদনা

অবশেষে গোপন শুশ্রুষা কাঁদে শরতে_নতমুখে
মৌন অন্ধকার ছুঁয়ে অস্ফুট স্বর মিশে যায় স্রোতে
কে তবে ভেঙে দেয় যাবতীয় স্থাপত্যকৌশল, কিংবা

আশ্চর্য বাতাসে বাজে কোন দ্বিধা_পৃথিবীর পথে?



ছবি সৌজন্যঃ আন্তর্জাল

মন্তব্যসমূহ