জয়নুল আবেদীন শামীম


ছক

কোন ছকে আঁকলে পাল্টে যাবে নদীর গতিপথ
তার হিসেবে ব্যস্ত বেহিসেবি লোভাতুর চোখ
মরা নদীর কান্নায় তার বুক জেগে ওঠে
থামেনা কর্মসূচি ধ্বংসের..

বাতাসের মিছিল শবযাত্রার বার্তা বয়ে আনে অতীতের মতোই
একই দৃশ্য বহন করে মহাকাল
পাহার কাটার গর্জণে ঘুম ভাঙে
সাগরকন্যার
কালো ছকের ভেতর বিলীন হয়
গরীবের মিহিন সেলাই
বুকের ভেতর ওঠেনা ঈদের চাঁদ
লোভাতুর অমাবস্যায়..

অস্তিমজ্জা আর ফুসফুসের দখল নেয় নিষিদ্ধ ফরমালিন অনায়াসেই
জীবনের গলায় ঝুলে যায় মরনের ছক ধীরে ধীরে

ছকগুলো বেঁচে থাকে
শুধু বাঁচেনা জীবন
জীবনের উপসর্গ!


ভাঙ্গা সড়ক....

যে মেঠোপথ গিয়ে লেগেছে বড় সড়কের দাম্ভিক পাঁজরে
সে পথের দিশা পূণিমাকে ছুঁতে আর কতদিন বাকি

ঘন রাতৃর গহবর চিড়ে মহাসরকের বুক ভেঙ্গে চলে  যান্ত্রিক দানব
ঘুম আসেনা...

দূরে কোথাও নিরাপদ বাতি জ্বলছে অনিরাপদ দূরত্বে
তাকে ছোঁয়ার দীর্ঘশ্বাসে হাঁক ছাড়ে সড়কের মুখ নিয়তীর নিলিপ্ততায়

আর মেঠোপথগুলো শুয়ে থাকে স্বপ্নহীন

নিস্তেজ জীবনের ক্লান্তিতে...
ছবিঃ অমিত কুমার বিশ্বাস 

মন্তব্যসমূহ