রোশনি ইসলাম

কাশফুল

কাঠবেড়ালির ছুটে যাওয়া এডাল ওডাল
আর রঙবেরঙের পাখি
আকাশ আর মাটির মাঝে বহুতল ঘর
ঝগড়ায় মশগুল কাক-শালিখ ----
ঘুঘু-পায়রায় মধুর গান
জানালায় ছড়িয়ে যাচ্ছে নকশা লতাপাতা...
হাওয়ায় দুলছে কাশফুল সাদা-সাদা
ঢাকের শব্দ আগমণী গান
রোদ-ঝলমল শরৎকালের সকাল...


প্রতিবাদ

কুয়াশার অন্ধকারে চেয়ে আছে পথ
চার ডিগ্রীর কৌতুহলে ভোরবেলা-
শীতের রাতের অন্ধকারে
ফেলে দেয় মেয়েটিকে চলন্ত বাস থেকে
যার মনে ছিল উজ্জ্বল উচ্ছ্বাস

রাস্তায় রাস্তায় ছেয়ে থাকল শুধু প্রতিবাদ 

ছবিঃ রোশনি ইসলাম 

মন্তব্যসমূহ