স্নানঘর
নগ্ন বা অনগ্ন যত ছবি ধরে রাখে স্নানঘরের
ডিমাই সাইজ আয়না
স্নানঘরে সকল পোষাক খুলে তুমি যাকে
ভেবেছো গোপনে
তোমার পাশে; তোমার মতো এক নগ্ন পুরুষ
আমি তার কিছুই জানি না
একদিন তুমি গেলে সমুদ্র বিলাসে
স্নানঘর দেখিয়েছে আয়নায় ধরে রাখা তোমার রচিত
সেই গোপন নাটক
 |
ছবি সৌজন্যঃ আন্তর্জাল |
মন্তব্যসমূহ