উপল বড়ুয়া

আজ আমরা কোথাও যাবো না
আজ আমরা কোথাও যাবো না
ঘাসের শরীরে উজ্জ্বল শিশিরের মতোন জেগে থাকব
পূণ্যলোভী গৃহস্থের উঠোনে তুলসী তলা আর অশ্বত্থের
ছায়ায় আমরা ধুপে মোমে শ্লোকে সুত্রে
জেগে থাকব লৌকিক অলৌকিকতার রহস্যে
পাপ আর পূণ্যের আনন্দে...


শিরোনামহীন
এ কোথায় আমাকে নিয়ে এলে ?
ডোবা দেখিয়ে উপমা দিলে সরোবর
পানাফুলের কাছে হার মানালে জলপদ্মের রূপ
কোকিলের চোখে এঁকে দিলে কাকের অবয়ব !

আমিতো জানি সন্ধ্যের পর রাতের নির্জন
শব্দের চোখে ঘুমিয়ে থাকা কবির স্বপ্ন
জ্যায়সি নারীর স্তনে লুপ্ত যৌবনের গন্ধ
কী করে ভোলাবে সদ্য তরুণের নগ্ন স্পর্ধা ?


ছবিঃ আইরিন সুলতানা 



মন্তব্যসমূহ