শঙ্কর দেবনাথ

শিয়রে নীলাভ জ্বর

তোমার অনন্তপ্রসারী চুলে ঝুলে থাকে অসংখ্য নক্ষত্রফুল- আর আমি অন্ধকার চিরে চিরে প্রজাপতি উড়ি- হিমে জ্বলি পুড়ি- শিয়রে নীলাভ জ্বর বসে বসে সুুড়সুড়ি দেয় মনে
মোহন মায়ায় মিথুন মিথুন চুড়ি বাজাতে বাজাতে তুমি শুন্যগর্ভে বুনে দাও জরায়ুজ গান

নিরন্ন উঠোন জুড়ে খেলা করে আমাদের স্বপ্ন সন্তান

বধির বোধির পাশে শুয়ে থাকে নদী  আর নদীর বুকের মধ্যে যদি' র নিঃশব্দ মুখ মাথা গুঁজে চোখ খোঁজে- চাঁদের মদির জল যদি নেমে আসে খর থর পৃথিবীর ঘরে

অপেক্ষা একা একা রোদে পুড়ে মরে

জীবন যেখানে এসে পথহীন থতমত বসে থাকে একা- সেখানে দাঁড়িয়ে এক অনুদেহী কবি পরমাণু ভেঙে ভেঙে ছন্দ বানায়- জীবন ধর্ম ত্যাগ করে আর কবি তার চোখের পাতায় লেখে শব্দহীন আলোর অক্ষর

কবি তো তৃষ্ণার্ত পাখি অথবা ঈশ্বর


ছবিঃ পথের পাঁচালি- থেকে/ পরিচালকঃ সত্যজিত রায় 

মন্তব্যসমূহ

Unknown বলেছেন…
দারুণ... খুব ভালো লাগলো।