সাদা সাদা মেঘের হাজার ওলান!
দুধ
ভরে যাচ্ছে
বাছুরের চোখ
সাঁতার কাটছে
বালতির কিনারে।
ও কিসান বউ
তোমার ওলান কি
ফোলা ফোলা?
সাদা মেঘের মত
ভেসে বেড়ায়
যুবতীর নবীন স্তন।
গেরস্থ কৃষক
যে হাতে ওলান ধরে
সেই হাতে লাঙল
মেঘ
মেঘ থাকে না
গোলাপ বনে যায়
গেরস্থের জমিতে
সাদা সাদা মেঘের
হাজার হাজার ওলান!
বাবার হাতটি
বাবার হাতটি
মাটি রংয়ের
লাঙল চালিয়ে
মাটি কুপিয়ে-মই দিয়ে
যে হাতটা আমাকে ছুঁই
বাবার হাতটি
প্রৌঢ় ঝিনুক
শক্ত-কটকটা পিঠ
তালু উম দেয়া
মুক্তো
রেখাগুলো লাঙলের
দাগ..
বাবার হাতটি
শৈশবের ঝিনুক
ভেতরে আমার মুখটি
আঁকা।
![]() |
ছবিঃ সৌরদীপ্ত চৌধুরী / পরিচালক |
মন্তব্যসমূহ