অচেনা যাত্রী'র বর্ষপূর্তি অনুষ্ঠান

কবিতা ও বাউলে  উৎযাপিত হল  অচেনা যাত্রী'র জন্মদিন
গত ২৮ সেপ্টেম্বর রবিবার 'ঠাকুর নগর কবি বিনয় মজুমদা'র'র র সাধারণ গ্রন্থাগার'-এ উৎযাপিত হল বাংলা সাহিত্যের অনলাইন মাসিক সাহিত্যপত্র 'অচেনা যাত্রী'র প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান এই উপলক্ষে পত্রিকাটির তরফ থেকে আটের দশকের শক্তিমান  কবি তীর্থঙ্কর মৈত্র'র একক কবিতা পাঠের আয়োজন করা হয় কবিতা পাঠের পূর্বে তীর্থঙ্কর মৈত্র'র  হাতে 'অচেনা যাত্রী স্মারক' তুলে দেন কবি বিভাস  রায়চৌধুরী কবিতা পাঠের পর অসামান্য বাউল পরিবেশন করেন স্যামি ও তাঁর বন্ধুরা কবিতা ও বাউলে  জমে ওঠে অনুষ্ঠানটি এদিন  বাংলা সাহিত্যের প্রথম শ্রেণির লিটিল ম্যাগাজিন 'দ্বৈপায়ন' -এর শারদ সংখ্যার উদ্বোধন করেন কবি বিভাস রায়চৌধুরী অনুষ্ঠানটিতে বিভাস রায়চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সমরেশ মুখোপাধ্যায়, রণবীর দত্ত, গৌরী মৈত্র, তমাল বন্দ্যোপাধ্যায়, শূদ্রক উপাধ্যায়, দেবাশিস বিশ্বাস, শিবেন মজুমদার, মৈনাক আদক প্রমুখ কবিগন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি তমাল বন্দ্যোপাধ্যায় 
সঞ্চালনায় কবি তমাল বন্দ্যোপাধ্যায়

 কবি তীর্থঙ্কর মৈত্র-র হাতে 'অচেনা যাত্রী স্মারক' তুলে দিচ্ছেন কবি বিভাস রায়চৌধুরী 

কবি তীর্থঙ্কর মৈত্র-র হাতে  কবি ও শিল্পী তমাল বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি ' তুলে দিচ্ছেন কবি সমরেশ মুখোপাধ্যায়


কবি বিভাস রায়চৌধুরী-র হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন কবি দেবাশিস বিশ্বাস 

অচেনা যাত্রী অনলাইন মাসিক সাহিত্যপত্রের সহোদর 'দ্বৈপায়ন' সাহিত্য পত্রিকা উদ্বোধন করছেন কবি বিভাস রায়চৌধুরী। বইটি তুলে দিচ্ছেন কবি রণবীর দত্ত। পত্রিকাটি এবার তেরো বছরে পা দিল। 

একক কবিতা পাঠে কবি তীর্থঙ্কর মৈত্র 

একক কবিতা পাঠে কবি তীর্থঙ্কর মৈত্র 

একক কবিতা পাঠে কবি তীর্থঙ্কর মৈত্র 

 কবি তীর্থঙ্কর মৈত্র হাতে কবির প্রতিকৃতি তুলে দিচ্ছেন কবি শূদ্রক উপাধ্যায়

 কবি তীর্থঙ্কর মৈত্র-র হাতে পুস্পস্তবক তুলে দিচ্ছেন কবি দীপক বালা। পাশে কবি তমাল বন্দ্যপধ্যায়।

স্যামি ও তাঁর বন্ধুরা বাউল পরিবেশন করছেন। 

স্যামি ও তাঁর বন্ধুরা বাউল পরিবেশন করছেন। 

          

মন্তব্যসমূহ

আমরা যারা ঢাকা থেকে লিখছি অচেনাযাত্রীতে, যারা এখনো কেবল ফেসবুকে-ইমেইল এর মাধ্যমে অচেনাযাত্রীরে সাথে যুক্ত, তারা স্বশরীরে এই আয়োজনে উপস্থিত ছিলাম না যদিও, কিন্তু আমাদের শুভেচ্ছা, আনন্দ, উৎসাহ ছিল একই রকম।
Unknown বলেছেন…
ধন্যবাদ আইরিন। আপনারা আছেন এবং থাকবেন।