মুজিব ইরম



অনুরোধের আসর

এই হেমন্তে সৈনিক ভাইদের জন্য অনুরোধের আসর চাওয়াপাওয়ায় তোমার নামে একটা গান বাজাতে বলবো, তুমি যেন পড়ার টেবিলে বসে এই নাম জপে জপে বীজগনিতে ভুল করে বসো...হয়তো মিথ্যা সৈনিক হয়ে আমিও তোমার নামে শুনে যাবো ছায়াছবির গান...তোমার বাড়ির পাশে বসে বসে সমস্ত বিকেল আমি পুষ্পবতী ধানগাছ পাহারাই দেবো, দূরের কুয়াশায় যেন ভেসে ওঠে তোমার গালের টোল, অর্ধচোরা হাসি...একটা ফনিক্স সাইকেলে চড়ে তোমাদের পাশ কেটে বিদ্যালয়ে যাবো, ছুড়ে দেবো উড়ুচিঠি, নির্ঘুম রাত...এই হেমন্তে তোমাকেই মনে করে কুয়াশা রচিবো!

ছবিঃ আন্তর্জাল 

মন্তব্যসমূহ