অলক বিশ্বাস


তানপুরা

পুরনো তানপুরা চেয়েছো
ধুলো আর মাকড়সার জালে কতটা বিবর্ণ
সুর ক্ষয়ে যাচ্ছে যন্ত্রণায়
বলো তো শান্তি কি পেয়েছো ?

এলোমেলো পৃথিবীর এক কোণে কিঞ্চিৎ আলো
ফেরালে বলে ঝুল ঝেড়ে স্পর্শ ফেরানো কঠিন
বুঝেছি আকাশ মেঘলা হয়েছে যেই

ঝাপটে এই বুঝি নদীও ভাসলো !
ছবিঃ মনোজিৎ

মন্তব্যসমূহ