পরিত্যক্ত
এইসব তাজিম শুন্যে সমান্তরাল
সুবিধাবাদীদের ছায়া
পাণ্ডুলিপির শেষ
লাইনে পরিত্যক্ত ।
ইচ্ছে হলে মৃত্যুর গিঁট খুলে দেয় বধির
রশ্মি
বাস্তবতার জেহাদে ।
বিজ্ঞাপন
উগ্র রাতে বিক্ষোভ নিষিদ্ধ চাঁদে
ফেরিওয়ালা জ্যোৎস্না দেবতার ঠোঁটে
এঁকে দেয় অসমাপ্ত
বিজ্ঞাপন ।
 |
ছবিঃ মনোজিৎ |
মন্তব্যসমূহ