হুজাইফা মাহমুদ


জাদুর বেড়াল
যেন উলটানো তাসের নিচে এক অচিন উদ্যান
সেথায় জৈষ্ঠ্যের রোদ গায়ে মেখে খেলা করে জাদুর বেড়াল,
আধো নিদ্রার ছায়ায় বেড়ে উঠছে বাদাম বৃক্ষ
আর উইন্ডমিলের পাখা চূর্ণ করে অমৌসুমি ফুলের ঘ্রাণ
দেখ,এমত উতাল বাতাসে আমাদের হৃদয় বিকল হয়ে পড়ে,
খসেপড়া চোখ উড়ে যায় ঘ্রাণের উৎসের দিকে,
আমি পুনরায় আত্মার অভিমানের কথা বলি,
পুনরায় কান পেতে থাকি,
প্রতিধ্বনিত বাতাসে তোমার কোনো উচ্চারণ খুঁজে পাইনি 
কেবল ইন্দ্রিয়জুড়ে গজিয়েছে লাইলাক লতা
ছবিঃ অমিত কুমার বিশ্বাস 



মন্তব্যসমূহ