সোনালি বেগম

চরাচর
বৃষ্টির জলে ভিজে যায় আবেগরুদ্ধ কন্ঠস্বর
অন্তর আলোকিত শুভদিনে ধুয়ে যায় ধুলোবালির
মলিন বসন মহাভোজে হুল্লোড় ঘিরে মেতে ওঠে
সমগ্র ক্রিয়া-প্রতিক্রিয়া অনুভূতির পরতে পরতে
রেশমি  সুতোর ফাঁসও প্রকট হয় , কখনও উদীয়মান
ভোরের সূর্য দেখে মাথা নত হয়ে আসে
সর্বত্র বিরাজমান শব্দমালা এখন সাজাতে বসেছি,
নিঃঝুম চরাচর


ছবিঃ আইরিন সুলতানা 

মন্তব্যসমূহ