বরং ছিনিয়ে নিই অহংকারী মীড়
কত চাঁদ পার হলো তোর
পায়েলের ঝুম ভাবি
ভাবি সময়ের ধুলো কতটা
গভীরে তোর
চিকনে নিক্কনে
দেখা লাগে শুক্লাপঞ্চমীতে
সময়ের ছিঁয়াবাজি
সুচফোঁড়ে ক্ষত ও ক্ষরণ
বরং ছিনিয়ে নিই অহঙ্কারী
মীড়
চাঁদে চাঁদে লাগাই দোহার
কিংবা ধ্বংসে দিই, মলোটভ ককটেলে
যেকোনো সময়
যথেচ্ছো মেতেছে
যথেচ্ছো মেঘের তারাণা উৎসব
মেতেছে জলীয় পতাকা
ভাপময় রাস্তা তাপ ছুঁড়ে মারলে
আকাশে লোভ জ্বলে
হাহাকারের ‘চোখ-গেল’
রিজারভায়ার উপছে গেলে
কান্নারোল লুটে নিলো বাতাস
লুটে নিলো, দুনিয়াদারি
আজিব ক্যারিশ্মা
মা সারদা
মণিতে ফেঁসেছে মাণিক্যরা
হাহা লজ্জা
তাবৎ বাতাস, ছড়িয়ে দিচ্ছে বাজারে
বাজারে...
![]() |
ছবি সৌজন্যঃ আন্তর্জাল |
মন্তব্যসমূহ