সৌভিক দে সরকার


সৌভিক দে সরকার
উপজীবনের ভাষা

আলস্যের আড়ালেই গড়ে উঠছে প্রসব ক্ষেত্র
আর আমি খুটে দেখছি ভ্রমর , বৃশ্চিকরেখা
পতনের আগে ব্যাসার্ধহীন একটি জীবন
সংকেত সীমারেখা পার হয়ে যাওয়া প্রাচীর
সৌজন্যহীন  হয়ে দাঁড়িয়ে পড়ছি দ্রুত
ভূমির আলস্যের বিপরীতে নড়ে উঠছে আঙুল
অচেনা ধ্রুবপদের আড়ালে যাদুকরের চশমা
অহেতুক আড়াল আর ক্ষুধাতৃষ্ণাহীন নভোযান

মন্তব্যসমূহ