হুজাইফা মাহমুদ


হুজাইফা মাহমুদ
তন্দ্রা পাহাড়

বিবিধ গুঞ্জন বয়ে আনে রোদের তরঙ্গ
আর পৃথিবীর ঢালু বেয়ে নেমে গেছে উপকথার হরিণ
তার পদভারে অবনত তৃণদল,ঘাসফুল,
এখানে তন্দ্রা পাহাড়,এলায়িত বৃক্ষের বাগান,
দু'হাতে বাজাই জাদুর এস্রাজ।

এখানে আছে কোন ঘুমবৃক্ষ,দিনমান পাতা ঝরে,
আর নিকটবর্তি দূরত্বে যেন
ভেঙ্গে পড়ছে শীলাভূত দৃষ্টির প্রচল পরিধি,
কোন অনাথ পূজারি বাজায় এমন ঘন্টাধ্বনী?
ধ্বসে পড়ে শব্দপ্রাচীর,
সে এক উপকথার হরিণ,তার নাভীখন্ডে
মিশে আছে হরিৎ ঘাসের সুবাস,
তার অনাগত পদধ্বনী বেজে চলে আমার হৃতপিন্ডে।

স্বগতসন্ধ্যা

ধারনে অক্ষম কিছু দৃশ্যের সামনে দৃষ্টিহীন হয়েপড়ে পুরনো আর্শি
মানে যূপকাষ্ঠের পাশে নেমে আসা লোহিত সময় এখন পাঁচটা পঞ্চান্ন
তোমার পল্লবিত ছায়া ঝুঁকে আছে এক বায়ংসি নদির দিকে
আর উদ্যাণপথে এলানো কেশদামে সন্ধ্যাকালীন নীড় বুনছে অনন্ত পাখি
মানে প্রস্থরসময় ঘূর্ণয়মান কোন কৃ্ষ্ণগহ্বরে,শবটানা সূর্য হাঁটছে বহুতল সমাধীর দিকে
আরও দূর থেকে আসি আমি,অজ্ঞাত বেহালা বাদক,
ময়ূরপুস্প অন্ধকার ছড়িয়ে দেই তো্মার দূরাগত স্বপ্নে...স্বপ্নে
এলো্মেলো রিডের কম্পনে,কাঁপে উদ্যাণপথ,পাখির পালক,মিহিন কেশদাম

মন্তব্যসমূহ