অলক বিশ্বাস



অলক বিশ্বাস

বাসর
রাত, যে আব্দারে ভেঙেছো নির্মাণ
কাজল দিয়েছো ধুয়ে
পাতার অসুখ জেনে স্থির চাঁদ
হারানো সখ্যতায় থেকো অনির্বাণ

স্পর্শদিনের ছায়া আরও কাঁদ
শ্রাবণের বেদনা-বিষাদে
প্রণয়ের সুখ জেনেছি কঠিন
তার চেয়ে ভালো অবসাদ

অমুলক নয় বৃষ্টি ও প্লাবন
মেঘেরা পালায় ফেলে মন
কেউ যদি না বলে প্রেম
নদীকে দেখা তবু বারণ ?

ছোঁবো তোমাকেই বলিনি শেকল
ইচ্ছাবিন্দুর হয়নি অধিবাস
ছেড়ে যাচ্ছি পুষে রাখা মায়া
যেটুকু জেগেছো বাসর থেকো অবিকল

বেহুলা
যে পথে গড়ায় নদী, জ্যোৎস্না জড়ায়
বেহুলার মান্দাস পথে
মরাচাঁদ চড়ায় গোঙায়,

স্বর্গের সিঁড়ি হারালে আঁধারে
কাঁদে আজও দ্বাদশী কৃষ্ণা-রাত

বাণিজ্য মন্দায় লে—অফ
চাঁদ-চম্পার দেশে নাগরিক রাত
নিলামে নিজেকে বেচে

গাঙ্গুর যে স্রোতে ছিলো স্বচ্ছ্ল
দোয়েলের ছায়া জলে ভিজে যাওয়া বাংলার মাঠ
কেন যে লুকলো নদী
কোন দু:খ ভারে
শটিবনে সূর্য পুড়ে মরে !

দেবকুল আকুতি নিয়ে খোঁজে লখিন্দর
ইন্দ্রের সভায় জমে কান্নাজল

হেঁতালের পাড় ভাঙে সমুদ্র তর্জন ।

মন্তব্যসমূহ