পাঞ্চালী সিনহা


পাঞ্চালী সিনহা
অসুখ

গাছটির বাতাস পায়
 কোলাহল ও ফুল পায়
 পাখিটি কাছে এলে
 ডানার জ্বর পায়
 অসুখ হয় গাছের।

আড়াল

পথ
পায়ে জল
 বৃষ্টি বাড়ছে
 ওড়না নাড়িয়ে আবছা নামছে
দূরে ও কাছেও

 আড়াল হচ্ছে কেউ।


হেমন্তের ধানবাড়ি

শব্দ
পা থেকে খসছে টুপটুপ
ভেজা ফসলের গা থেকে হেঁটে আসছে
হেমন্তের ধান বেয়ে
উঠোন জুড়ে নেমে আসছে
শিশিরের নরম।

মন্তব্যসমূহ