শূদ্রক উপাধ্যায়


শূদ্রক উপাধ্যায়
বিষাদ এক অলীক সুখ-১  

পাখিদের অসুখ সেরে গেলে ঘরে ফিরে যায়; বাতাবি লেবুর খোসা ঝড়ে পড়ছে বৃষ্টিতে!  দেয়াল বেঁয়ে উঠে যাচ্ছে শামুক-শতপদী কীট... টপ্ টপ্ ঘাম ঝড়ছে সোনালি ধানের পাশে কালো পিঠ বেঁয়ে; আলপিন পরে থাক খোলা জানালায়,  একাকী!  স্বপ্নের পাশে বুনো ওল বড় হচ্ছে ,পিঠ বেয়ে উঠে যাচ্ছে শামুক!  প্রজাপতির ডানায় যে রঙ মেখে ছিলাম,  আজ নদীর কাছে ; ডিঙায় ভাসছে - দুলছে বৃষ্টির তালে তালে; আজ অসুখ সেরে গেছে মনের...  ছোট্ট মেয়ের মতো চাঁদ তাকিয়ে থাকে গভীর রাতে ; আমিও বাবা হবো কোনো দিন,  কোনো এক ভোরবেলা  হর্ন বাজাতে বাজাতে ছুটে যাবে মেঘ... পাখিদের অসুখ সেরে গেলে বাঁশি বাজাবে কোনো প্রেমিক নৌকার মাস্তুলে ; শালুকে কি তুমি লুকিয়ে আছো!  হলদে দেবতার পাশে আমি বসে থাকি বাঁশির সুরে...
পাহাড়িয়া গান আর ভাটিয়ালি মিশে যাক তেপান্তর পেরিয়ে কৃষকের টপ্ টপ্ ফোঁটায়! ঘোড়ার ক্ষুরে কষ্ট জমা আছে ; ঝাউ বনে  ...

মন্তব্যসমূহ