আমি দেখি, কেবল শুনি... জাস্ট বলি না, তাই...


আমি দেখি, কেবল শুনি... জাস্ট বলি না, তাই...
রূপাই পান্তি
লঙ্কাকাণ্ড

আমাদের দেশে হনুমানের লাঙ্গুলে আগুন লাগাইবার হুজুগ কমে নাই। এখন সে বেচারার কি দোষ? সে তো আর  ‘সি.বি.আই. চাই,’ ‘সি.বি.আই. চাই,’ বলিয়া গোল পাকাইতে পারে না! কে আর উপযাচক হইয়া আগুন লাগাইবার দায় স্কন্ধে লইবে? দেশের- দশের এত এত দায়িত্ব স্কন্ধে লইয়া তাঁহারা দিশেহারা। এখানে- সেখানে মুখ দেখাইবার হুজুগে মাতিয়া কে কখন কোন বরদা- সারদার কী উপকার করিয়া আসিয়াছেন, তা আর কাহার স্মরণে  থাকে!
প্রসন্ন’র হাসি মুখ দেখিয়া দা’ঠাকুর শুধু বলিলেন, “ নতুন খবর পেলি কিছু?”
“ সে ভারি চিত্তির হইয়াছে গো দা’ঠাকুর। খবর পেইচি, সব ব্যাটাদের কোমরে দড়ি পড়বে এবার। কেউ পার পাবে না। সময় এয়েছে।”
দা’ঠাকুরের হুকার আগুন কিঞ্চিৎ কমিয়া আসিয়াছে। দু’বার ফুঁ দিয়া মনযোগ সহকারে তামাকু সেবন করিয়া অনন্তর বলিলেন, “সে তো বুজলুম! তা সময়টা কখন এল শুনি?”
প্রসন্ন’র এ কথাটা তেমন পছন্দ হইল না। হইবেই বা কেন? সে কি আর আকণ্ঠ গঙ্গাবক্ষে দণ্ডায়মান সত্যভাষী বার্তাবাহককে অবিশ্বাস কয়রে? তাহার ‘ব্রেকিং নিউজ’ সে কি দেখে নাই?
এক্ষণে, দা’ঠাকুরই বা ভুল কী বলিলেন? এমনতর রামরাজ্যের কথা পুর্বে বহু প্রসন্ন ঘোষনা করিয়াছে, ভবিষ্যতেও করিবে, কেবল সে রামও আসিবেন না, কাহারও কোমরে দড়িও পড়িবে না। কেবল প্রভুভক্ত হনুমানের লাঙ্গুলের অগ্নি প্রসন্ন’র খড়ের চালে পড়িলেই হয় একবার!

মন্তব্যসমূহ