শৌভিক বণিক


শৌভিক বণিক
রাত

আরও একটি রাত
চুপিসারে
গড়িয়ে নামছে
মৃত্যুর দিকে
তখনও চাঁদ
জেগে ছিল আকাশে বুকে
চাঁদের পরকীয়ায় রাত
ছুঁয়ে ছিল অনন্ত বিষাদ

বাস্তবিক একটা দিনের সূচনা
একফালি চিকন রোদের কাছে
ঋণী
যার অন্তরালে একটা গোটা রাত
আর
তার অন্ধকারের ইতিহাস।


বিষাদ

মন ছুঁয়ে ছুঁয়ে পা ফেলে মুখস্থ
 জীবন     উড়ানের স্বপ্ন আঁকা
উন্মুখ ডানায়          কোন
এক অলীক মায়ার ভেতর
জড়িয়ে নিচ্ছে অনন্ত আবেশ
লেন্স বন্দী সময়

হ্যা ও না'য়ের দ্বন্দ থেকে জন্ম
নিচ্ছে
অন্য পৃথিবী

মন্তব্যসমূহ