অঞ্জন আচার্য





অঞ্জন আচার্য
সহজ-সরল অংক

আমাদের পূর্বপুরুষেরা এখনও তেলমাখা বাঁশের উপরে ওঠার
প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। রকমারি কসরত করেও
সেই যে এক ইঞ্চি উপরে উঠে আবার দুই ইঞ্চি নেমে যায় নিচে
ওই সমীকরণ আজও অব্যাহত আছে।

ধন্যি তাদের অধ্যবসায়- কেমন করে মাথায় বসাই!

ভাবতে ভালোই লাগে, তবে উপরে ওঠার এ সনাতনি পুরানো পদ্ধতি
ট্রাই করতে মন সায় দেয় না। এখন তো ডিজিটাল যুগ, ওসব করা বড়ো বেমানান।
কেনরে বাবা, এত কিছু থাকতে তেলমাখা বাঁশে উঠতে যাব খামাখা?
আর বাঁশের পাশের ওই যে চৌবাচ্চাটা, ওর ফুটো থেকে তো এখনও
গড়িয়ে পড়ছে জল।
কলকল, কলকল, কলকল, কলকল, কলকল, কলকল...
অথচ একটু খেয়াল করলেই দেখতে পাবে- জল-পড়া কলগুলো বন্ধ রাখা আছে সব।

এসব পাটিগণিত অনেক কঠিন-কঠিন লাগে; না-হয় বরং বীজগণিতে আসি-
ধরা যাক, এক্সের মান সুখ আর ওয়াইয়ের মান দুঃখ,
এবার শুরু যাক, জটিলে মোড়া সহজ-সরল অংক।


রোদ-বৃষ্টি খেলা
আমার বাড়ি মেঘলা সারামাস
বৃষ্টিগুলো তুমুল ঝড়ে নামে,
তোমার ছাদে রোদের উড়াউড়ি
বৃষ্টি জমে নীল আকাশের খামে।

খামের ভেতর জমানো অভিমান
রোদ-বৃষ্টি খেলায় খান খান।


বৃষ্টি-স্নান
একটা সময় এমন ছিল বৃষ্টি জলে ভিজতি,
কারণ ছেড়ে অকারণে আমার সাথে মিশতি।

বৃষ্টি জলে ধুয়ে দিতাম ধুলোর বাড়ি তোর,
বাতাস এসে উড়িয়ে দিত সমস্ত ঘরদোর।

খেলতে বসে আনমনেতে বৃষ্টি মেখে কাঁদতি,
ধুলোয় জমা বৃষ্টিতে তুই আমার কথা ভাবতি।

এখন ভাবনা ঘর-সংসার, স্বামী-সন্তান তোর,
বৃষ্টি পড়ে গোপন ঘরে; সিঁদ কেঁটেছে চোর।

মন্তব্যসমূহ