জিনাত জাহান খান


জিনাত জাহান খান
ফটোগ্রাফ

 জোনাকির ঠোঁটে সন্ধ্যা এলে
মুখোমুখি বসি,আমরা
আমাদের অংক বুঝে নিতে -
সবগুলো শূন্য আলাদা করি,শূন্যতা থেকে
যেন সাজিয়ে রাখা ফুলহীন কোন ফুলদানি,
যে প্রথম সহাস্যে গুঁজে দেবে তাতে
এক গোছা ফুল,সে ই কিন্তু
শিখিয়ে দেবে অংক শেষে,সহপাঠে,
সিঁড়ি ভাঙার খেলা -
শুরু ও শেষ নেই,
আমরা তবু উঠছি-ভাঙছি
আড়াল থেকে নেমে আসা সিঁড়ি...

কেউ কি দেখবে ভবিষ্যতে!
আমাদের এইসব সমর্পিত উজ্জ্বল ফটোগ্রাফ –

শোধ

যখন লাফিয়ে ওঠা খরগোশের শরীর জুড়ে সর্বনাশী তানপুরার তান বাজে,ঘুম ভেঙে যায় ঝিঙে ফুলের,হাসে,সূর্য হেসে ওঠার আগে -

- ভোর রাতের কর্পূরগন্ধী বৃষ্টি নামে
- নিশ্চুপে ভিজছে উদাসী বৃক্ষগুলো
- আস্ত একটি রূপালি নদী পথ হারায় চতুর সময়ে

তারপর দৃশ্যে সকাল আসে,রেস-মাঠে শুরু হবে খরগোশ ও কাছিমের দৌড়।কিছুটা দূরে,ঝিঙে ফুল,সযতনে মায়ার মোহর বিছায়...

মন্তব্যসমূহ