অভিলাষা দাশগুপ্ত আদক


অভিলাষা দাশগুপ্ত আদক
পোট্রেট

ব্যাকগ্রাউন্ড রোদজ্বলা হাল্কা হলুদ রেখেছি পোট্রেটের ।
উপরে হাল্কা মেঘনীল প্যাস্টেলের শেড,
বৃষ্টির রঙটা আঁকতে পারছিনা কিছুতেই।
সাদা কাশফুলে ঢাকা মাঠের একপ্রান্তে পাতা
রেললাইনের ওর ছুটছে অপু দূর্গা,
বর্ণহীন সাদা ক্যানভাস,
তার ওপর দিয়ে সবুজ টেনেছি ঘাসের রঙে,
দূর্গার মুখটা যতবার আঁকতে যাই,
গৌরীদিদির মত হয়ে যায়,
আমার বোকা দিদিটা ভালবেসে কেমন পরী হয়ে গেছিল,
তারপর ডানা মেলে দিয়েছিল
চ্যাটার্জ্জী ইন্টারন্যাশনালের ছাদ থেকে,
অপুর মুখটা অনেকটা আমার ছোটবলার ছবির মত।
-আর আঁকা হয়নি, এখানেই তুলি থেমেছিল ।
অথচ কি আশ্চর্য্য, তারপরেও কিন্তু  আমি... আঁকছি ।
চোখের জল ঝরে আপনিই ক্যানভাসে
বৃষ্টির ফোঁটা হয়ে সেজেছে।
ওয়েদার রিপোর্ট বলছে,
এবার পুজোতেও বৃষ্টি হবে।

অভিলাষা

অতীতের ফল্গুতীরে
স্মৃতির নুড়ি পাথরে
লিখেছিলাম একটি প্রিয় নাম,
বাতাস নিয়ে এল ধূলো,
নামটি কোথায় হারিয়ে গেল,
নামের সাথে অতীত স্মৃতি, সবই হারালাম।

সময়ের বালুচরে,
কালের কপট ঘূর্ণি ওড়ে,
নামটি সেথায় হারাতে চায় ধূলোর ওড়না ঘিরে,
কিশোরী মেয়ের লাজুক মনে,
অভিলাষা ছায় সঙ্গোপনে
শব্দের আলপনা আঁকে ঠোঁটের পাপড়ি জুড়ে।



মন্তব্যসমূহ