রাজীব রায়


রাজীব রায়
বিরতিপর্ব

কোলাজ কথায় খামখেয়ালী চাঁদ;আর
প্রজাপতি বাগান থেকে ঝিমিঝিমি
তুলে আনা ঝিঁঝিঁপোকা বাসা

জোনাকি দৃশ্য অনতিদূরে
শুধু একমাত্র বিনিদ্র প্রজাপতি
আমার রাতের ঘরে


ঘুড়ি

কাটা ঘুড়ি হয়ে নেমে যাচ্ছি
ভূগোলে রাখছি মাথা
বেলা করে জাগি আর
মিথ্যা বুনে বানাই
             যাপন কাঁথা

মন্তব্যসমূহ