লক্ষ্মী নন্দী


লক্ষ্মী নন্দী
উল্লাস

বসন্তের কোলে মাথা রেখে
ধুলো স্নান
মুকুল গুলি
বাসন্তি রং
ধীরে ধীরে
বড় হতে দেখি শিশু ফল
বসন্ত,
আমি কৃতজ্ঞ
তুমি ছিলে বলেই
আমি পূর্ণ যুবতী
উল্লাস।

মহাব্যাধি

প্রবল লজ্জার অবিরত বৃষ্টিতে
সিক্ত অবক্ষয়ী সহনশীলতা
মিথ্যের কাছে আত্মসমর্পণ
চালক শক্তি বিষপত্র হাতে
ক্ষমতার শিল্পিত হিংস্রতায়
নির্মম ভাবে করে মহৎশনাক্ত
নিচ্ছিদ্র আমেজে-
মুচকি হাসে শাশ্বত অসুস্থ
সময়।

মন্তব্যসমূহ