অনুপম মুখোপাধ্যায় এই তারিখে আগস্ট ৩০, ২০১৪ লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ অনুপম মুখোপাধ্যায় মাংস : একটি পুনরাধুনিক কবিতা । মাংস। মাখন। আর এই জীবনকাল। খিদে এখানে জলের চেয়ে বেশি কথা বলছে । টর্চ থেকে ফোঁটাগুলো ১-এর পর ১ ঝুলছে । দুধে যখন হাঁস ডাকছি হাঁস আমাকে চুপ করতে বলছে । চুপ। একটা মাংস । মন্তব্যসমূহ
মন্তব্যসমূহ