মাসুদার রহমান


মাসুদার রহমান
বাঘসমগ্র
১.
ডোরাকাটাসন্ধ্যেরাহামাগুড়িদিয়েনেমেএসে
হিংস্রথাবায়আঁচড়কেটেছেঅন্ধকারেরপিঠে
জ্বলে ক্ষতের জোনাকি

অনুদিদি, ভর সন্ধ্যেবেলা
একাকিত্ব
তোমার ভরাট বুকে স্তন্যপান করে

দুলাভাই যাক দূর গঞ্জের হাটে

এমন সন্ধ্যেরাতে লোকালয়ে বাঘ আসে
বাঘ আসে
কেউ তো দেখে নি খুলে চাঁদের উল্টোপিঠে
দগদগে ডোরাকাটা রহস্যের দাগ

২.
ধানখেত আল বেয়ে যেই সে নেমেছে একা ঢালের গভীরে
তখনি তাকেও এক জাপটেছে ডোরাকাটা পতন গভীর

দেখেনি তা কাকপক্ষী...
ধানখেত?
সে দেখেনি। সে তো বড় মৌন উদাস

দূরের বিন্দুগ্রাম সে জানেনি নির্জন মাঠপ্রান্তে একটি দুপুর
কিভাবে বাঘ্র হলো; কাকে খেলো, কে এলো
প্রেতনি হয়ে গ্রামে।

মেয়েটিকে বাঘে ধরেছিল
তবু হাওয়া বয়ে গেছে বটের তলায়
হুকোলুপ্ত হলেও তা বিড়ির ধোঁয়ায়; পিঁপড়ে কথায়...

বাঘ সে নমস্য জাতি; ডোরাকাটা
মেয়েলোক ফেল্ গে ভাগাড়ে

৩.
কাগজের বাঘ বাতাসে নড়ছে

দেয়ালে টাঙানো বাঘের পোস্টার
সূর্য ডোবার মুখে
পোড়বাড়িটির কাছে সত্যিকারের বাঘ করে তোলে

দাদা আমলের গাদা বন্দুক দেরাজে রয়েছে রাখা
তার সাথে জড়িয়ে রয়েছে
নিকট অতীত ঘেঁষা
গ্রামময় বাঘের কাহিনি

এই বাঘ দেয়ালে টাঙানো তবু লাফ দিয়ে ঘাড় মটকাবে!

নির্জন বাড়িটার পাশ দিয়ে হেঁটে যেতে
ভয়
ভয় করে

মন্তব্যসমূহ