শামীম সাঈদ


শামীম সাঈদ
শোক সংবাদ

একটি শোক সংবাদ!

মফিজ পাগলার মোড়ে, বগুড়ায়--
খেদো গলির মুখে
ডক্টরস ক্লিনিকে
মৃত্যুর পূর্বে
তিনি বেঁচেছিলেন কিছুটা সময়,
শেষ দেখার অপেক্ষাতে উনিও ছিলেন;

ঘটনাটা ঘটে গেল
ঠিক সাড়েপাঁচ ঘটিকায়,
সন্ধ্যার আগে,
সাত জুন ২০১৩,
রোজ শুক্রবার।

উনি ঠিক শোকাহত নন,
মনে করতে পারছেন না
ঠিক কত নং বেড,
তবে, এ-টুকু মেনে নিলেন--
ক্লিনিক্যালি ডেড;
যাবার আগে তিনি রেখে গেছেন
তাহাদের যৌথ সুসময়!



জাড়-১

ছাগল ছানা কোলে নিয়া
উম লইতাছ, না?
ম্যা ম্যা ধাঁড়ি চেঁচাইতেছে
তা তো দেখতেছো না;
খালি খটর-খটর মটর চিবাও, না?
নাড়ির মদ্যে বাদুড় মুতে--
খাজুর রসে ভাসুরপুতে
রাখছে চুনের ফেনা--
তাতে পাকাও মুড়ির মুয়া;
সকালবেলা হাগা শ্যাষে
মজুর বাপে ঢ্যাল খুঁইজা পায় না,
শ্যাষে নিঅর ভিজা খেঁসাড়ি ফুলে
ঘঁষতেছিল গুয়া--
তাতে ঠাণ্ডা বইসা মজুর বাপের
গুয়া হইচে চুয়া--
আর তুই কও আমাশা!
এাইডা একটা তামাশা না, কও?


মন্তব্যসমূহ