অনিন্দিতা গুপ্ত রায়


অনিন্দিতা গুপ্ত রায়

জোয়ার
অপটু আলো
চোখ আঁকতে ভুল করলে
হ্যারিকেন উপচে অন্ধকারের জাদুরং
শীর্ষবিন্দু সরে সরে যাচ্ছে
আগুনহ্রদের মাথা
নিজেকেই গিলে ফেলে
গর্ভগৃহ থেকে অন্তরীক্ষে
ছিন্ন পাপড়ি
ইতস্ততঃ উড়ে যায় লম্বরেখায়
অনাবৃষ্টি পেরিয়ে তুমি যতদূর হেঁটে গেলে
ততদূর নৌকোকথা প্রলম্বিত বলে
গুঁড়ো গুঁড়ো বঙ্গোপসাগর
লবণদানিতে লুকিয়ে পড়ছে

ভাঁটা
গর্তের চারপাশে চিহ্নরা
মাথা গুঁজে পূর্নিমাজল
ঢেউ ঘিরে পাখিদল জটলায়, দূরে
কাছ দিয়ে অসংলগ্ন মৃত শামুকের বাড়ি
যেসমস্ত বয়ে বয়ে এতখানি এসেছিলে
হারিয়ে যাওয়ার কথা লিখে
সে তোমার চেনা নামে আচম্‌কা শিস্‌দেবে
ছায়া ভেবে
তার দিকে আড়াল বাড়াও
জল সরে যায়
জল সরে আসে

মন্তব্যসমূহ

অমিত দে বলেছেন…
গুঁড়ো গুঁড়ো বঙ্গোপসাগর লবণদানিতে...ভালো লাগলো
Hrishidea_048 বলেছেন…
ondhokarer jadu rong khub sundor . jol sore jay r jol sore ase osamanya legeche .