সম্পাদকীয়ঃসুবীর সরকার


সম্পাদকীয়ঃ
অবশেষে প্রকাশিত হল ‘অচেনা যাত্রী-১৪’। আমাদের একটা পরিকল্পনা ছিল দু-বাংলার কবিদের নিয়ে তাদের  কবিতা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার। এই সংখ্যার সেই পরিকল্পনার প্রথম পর্ব উপস্থাপিত হল। ধীরে ধীরে   আগামী পর্বগুলিও আসবে। এবারে আমরা বাংলাদেশের ২৫ জন এবং ভারতের ৩২  জন কবির বাংলা কবিতা রেখেছি। কবিরা পুরোপুরি আমন্ত্রিত। তালিকা আমরাই করেছি। জোর দিয়েছি কেন্দ্র নয়, প্রান্তে বসে যারা কাজ  করছেন চর্চা করছেন; সেভাবে সুপরিচিত নন অনেকে তাদেরকে অর্ন্তভুক্ত করবার। পাশাপাশি থাকছে আমাদের নিয়মিত সব বিভাগগুলিই।
আসলে আমাদের অনেক সমালোচনা হবে হয়তো। আমরা সেটা জানি! হোক। সমালোচনা আমরা সানন্দেই গ্রহণ করবো।
সারি সারি পিঁপড়ের শোকযাত্রার ভিতর কিভাবে যেন স্বপ্নের প্রতিবেদন। আকাশের পাখিরা পালক ফেলে যায়। কাঠের সেতু বাঁশের সাঁকোর উপর কবেকার হাওয়া আসে। আর নদীর জলে ধরাছোঁয়ার খেলা। এই সংখ্যা সম্পাদনা করতে গিয়ে বিশেষভাবে সহযোগিতা পেয়েছি  মাসুদার রহমান ও  তমাল বন্দ্যোপাধ্যায়ের। ওনাদের  সবিশেষ কৃতজ্ঞতা। 
সবাই ভালো থাকুন। নিরন্তর শুভেছা।


সুবীর সরকার
দেবীবাড়ি, নতুনপাড়া
কোচবিহার-৭৩৬১০১
পশ্চিমবঙ্গ, ভারত

মন্তব্যসমূহ

Soumitra Chakraborty বলেছেন…
হার্দিক শুভেচ্ছা আর ভালোবাসা নিরন্তর।