শিমুল মাহমুদ


শিমুল মাহমুদ
প্রাকৃত ঈশ্বর

আমি নিঃশব্দ গভীর রাত্রির গহীনে
সেই চোখ ছুঁয়ে দেখি।
কার চোখ ভাসে ওই মরা বাতাসে?
আমাকে ঘিরে নিংসঙ্গ নির্জনতার কন্ঠস্বর
নৈঃশব্দ রহস্য সৃষ্টি করে।
সেই রহস্য ছুঁয়ে দেখি আমি
ছুঁয়ে দেখি সময়ের সূক্ষ্ম সুতোর শরীর।

কার চোখ ভাসে ওই মরা বাতাসের শরীরে?


চারিদিকে বয়ে চলে সময়ের অন্ধ সঙ্গীত। এত নীরবে!
প্রজাপতি কেঁদে যায় আরও নীরবে
আমি সংগোপনে ছুঁতে চাই সেই অন্ধ সঙ্গীত।
জীবনকে ছুঁয়ে ছুঁয়ে বয়ে চলে শীতলক্ষ্যার জল।
পুরনো কাশবনের ফ্যাকাসে আলো।
ঝিমঝিম ধ্বনি বয়ে যায় মাথার গভীরে
আরও গভীর থেকে ছুঁতে চাই আমি
জীবনের অন্ধ সঙ্গীত।

মন্তব্যসমূহ