পারু পারভীন


পারু পারভীন
কোকিল

বিমান বন্দর এখান থেকে দূরে
সরে গেছে,
তুমি মধ্যপ্রাচ্যে যাবার পরপর।
 পাড়াটাও মনে হল চুপচাপ
রাস্তাগুলো কেমন সর্পিল মুখ
থুবড়ানো !
পাতাগুলো কাঁপাকাপি ভুলে গেল
 যেন
 বন্ধুদের জটলা ভেঙ্গে চলে গেলে
মোহর আনতে।
 ওরা ছত্রখান হলো আর আমি তো
খানখান
 বিরহে দিনগুলো কুণ্ডলি  পাঁকিয়ে
 গেছে।
 বন্ধু বন্ধু করে পাড়া মাতাই না
 আর,
 হুলুদ দালানের গায়ে লেখা নাম
 যদিও ঝুরঝুর ঝরে পলেস্তরা নিয়ে
 এখনো ইথারে শিস বাজে।
একদিন যে ডাকে ছুটে যেত মন
 আজো সে ডাকে কোকিল
 স্মৃতির ঐসব মাতিয়ে রাখে।


কষ্টের নাম ভালবাসা

ঝিরিঝিরি সজনে পাতা
 কেঁপে কেঁপে বলে ভালবাসা।
চৌরাস্তার মোড় থেকে ধোঁয়ার
 কুণ্ডূলী
পাঠায় ভালবাসা।
 জানালার রেলিং ধরে মাঝরাতে
কিশোরী ভুল করে গায়ে মাখে
নেয়ে উঠে ছেলেটার চোখে।
 সেই থেকে সর্বনাশ !
সেই থেকে বিরহে আগুন পাতা
 এই এক অলুক্ষণে ক্ষণ
 কষ্টের নাম ভালবাসা।

মন্তব্যসমূহ