শুদ্ধেন্দু চক্রবর্তী


শুদ্ধেন্দু চক্রবর্তী
আকাশপালক

তোমাকে হাতিমতাই বালুচরি হ্রদ লিখে দেব
অথচ অলসপথ জঙ্গম নিষেধ প্রবেশ
কোথায় হে লবনাক্ত জল?

তোমার ঠিকানাপথে আমার কবিতা যাবে ভেসে
অথচ ঘুমের ঘর কোলপাশে সহজিয়া নদী-
কতটুকু শীত আছে বল?

তোমার স্পর্শ ফোনে বল্লালভিটে জেগে ওঠে
অথচ ফুরিয়ে যাওয়া আমার মান্থলি টিকিট
মিঠাপাড়া হাজারদুয়ারি...

তমার কুড়িয়ে পাওয়া বিবিধভারতি--
অথচ আমার ঘরে শুধু কেন দুরন্ত জয়
আকাশপালকভরা বাড়ি

রতি

তোমার উঠোন জুড়ে কান পেতে শুনছি মাদল
আকাশপালক যেন কার্তিকের রথ...
চাঁদের আলোয় হাসে চাঁদ...
তোমার উঠোনঘর অভিসার ক্লাবঘরছাদ।

এখন মিছিল নেই শরীরে স্নায়ুতে চিরকুটে...
প্রবহতি কোজাগরিরাত...
চাঁদের চিবুকে দেখ লুটিয়ে আছড়ে পড়ে চাঁদ
চাঁদের বলয়ঘিরে সহস্র শুক্রাণুকণা।

মন্তব্যসমূহ