সুব্রত মন্ডল


সুব্রত মন্ডল
শিশির
কোন শুভ লগ্নে আমার জন্ম আমি জানি না।
তবে প্রত্যেকে অভিশাপ দিয়ে গেছে কাছে এসে,
একবারও কি ভাবেনি।

গৌরি কোথায়?
গৌরি কোথায়?
গৌরি কোথায়?

আমাকে বাঁচাও, কন্ঠে আমার নীল আকাশের জ্বালা।
                     টুপ করে পড়ে গেলাম।

মুক্তি

আমাকে আর একটু কাল থাকতে দাও
আমাকে আর একটু কাল থাকতে দাও
আমাকে আর একটু কাল থাকতে দাও

                         টুপ করে পড়ে গেলাম।

অন্তত পা দিয়ে মাড়িয়ে বলো
                     স্পর্শ করলাম...

আঃ, সমস্ত ব্যথা জুড়িয়ে যায় শেষে!

মালা ও জন্মান্তর

পাথর জেগে থাকে মন্দিরে মন্দিরে
কিছু একটা হবে -

মাল্যদান ছাড়া, কী আর আশা করা যায়।

মালায় লেগে থাকে পূর্বপুরুষের জন্মান্তর।

মন্তব্যসমূহ