শঙ্কর দেবনাথ


শঙ্কর দেবনাথ
দেশ কাল

বন্ধনীর মাঝে আমি --- উদ্ধরণে তুমি--- চারপাশে যতিহীন
শব্দকল্প ভূমির মিছিল-- কি ছিলাম কি ছিলে সেসব মুছে ফেলো
ভুল বানানের মতো দেশজ রাবারে

খাবারের বিধি তোমার বিকারে -- নির্বিকার ঘুম হয়ে আমাকে
শিকড়ে বেঁধে রাখে

ফাঁসির দড়িতে দেশ কাল ঝুলে থাকে

কিশোরী রাইয়ের মন

যেখানে শূন্য মেশে মহাশূন্যে-- শব্দ মেশে শব্দহীন অরূপের
রূপে-- আর অন্ধকার ভেঙে ভেঙে মাথা তুলে আলোগাছ
ভ্রমরকে কাছে ডাকে-- উলকার মতো প্রেম ঝরে আর পৃথিবী
কলঙ্ক লেখে বুকে-- চাঁদের মতন সুখে...
সেখানে শ্যামের বেদুইন বাঁশি পিপাসাপ্লাবিত হয় কদমগাছের
তলে
আর কিশোরী রাইয়ের মন ভালোবেসে ডুবে যায় অন্তবাহিনী
জলে জ্বলে

মন্তব্যসমূহ

Unknown বলেছেন…
" ফাঁসির দড়ীতে দেশ কাল ঝুলে থাকে" চমৎকার বাস্তবতা নির্মাণে কবি সিদ্ধি লাভ করছেন।