নন্দিতা বর্মন


নন্দিতা বর্মন
এতই বুঝি অসম্ভব

একবারও কি মনে হয়নি
দেখে যাই চাঁপাগাছের তলা
এলোমেলো খসে পড়া চাঁপাদের সাথে
সুদূরে ভাসানো দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছি কিনা?

এতই কি অসম্ভব ছিল পেছন ফিরে দেখা-
ব্যাকুল দুটি চোখের গভীরে তলিয়ে গিয়ে
একটু আদরমাখা বিদায় নেওয়া!
ইচ্ছে করলে একটুও কি সম্ভব হোত না?

তারা দেখা

সেখানে রাত নামে ধীরে
আলোর শেষ বিন্দুটিও গিয়ে মেশে
অন্ধকারের গায়ে-
চাঁদ এসে দাঁড়িয়ে যায় বাঁশগাছের আড়ালে
নীলাভ আলোয় উদ্ভাসিত ধানচারা আর বেঁকে যাওয়া পথে

পৃথিবীর সব আলো যেন হারাতে হারাতে
বারবার ফিরে আসে, পুঞ্জ পুঞ্জ জোনাকির সাথে।

এ’খানে পাশে এসে বস
নীভু নীভু জোছনায় ভেসে
            শুধু তারাদের নাম চিনে নেব।

মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
saral bhasar sundar kabita ... valo laglo