রেজা নুর


রেজা নুর
অনুগত

এতদিন তেমন করে মনেই হয়নি
কত সুবোধ আর বাধ্য এই চোখ ।

ঘুম ভেঙে এলেই
হঠাৎ বাতাসে দুলে ওঠা পাপড়ির মতো মেলে যায় চোখদুটো,
রাতের কোনও স্বপ্ন, দৃশ্য বদলায় শূন্যতার ভেতর।
স্বপ্নহীন নিদ্রায় ভোর যদি হয় কোনও রাত ---
সেইসব অন্ধকার মুছে আলোয় আলোয় ভরিয়ে তোলে চারপাশ ।
জানালার বাইরে অনেকগুলো আকাশ ঝুঁকে আসে ।

আনমনে, না চাইতেই গানে গানে, সুর-প্রস্রবনে
ভরিয়ে তুলেছে কর্ণকুহর।

টবের গোলাপ মৌন সংলাপের মতো মদির ঘ্রাণে
জেগে উঠবার বুঝিয়েছে মানে ।

একটি হাত কিছু আঁকড়ে সামলে নিতে না পারে যদি,
তড়িঘড়ি এগিয়ে আসে অন্য হাতটাও ।
দুপায়ের ভেতর দু’ভায়ের মতোই সম্ভাব সারাদিন ।
এক পা বাড়িয়েছি যেই, অন্য পা কখনই করেনি গড়িমসি ।


বিশেষ সংবাদ

আকাশ থেকে বোমার বদলে ‘সলোম’
নেমে আসছে ফিলিস্তিনে।
হামাস আর হামলা করছে না একটু-ও ।
নেতানিয়াহু নিজে গাজায় এসে
আহতদের দেখভাল করছেন।
ফিলিস্তিনিরাও যোগ দিয়েছে ইজরাইল সৈন্যদের শেষকৃত্যে।
সবার চোখে জল, হাতে হাত, মুখে মৃদু হাসি।

পৃথিবীর সমস্ত সীমান্ত-সীমা তুলে দেয়া হয়েছে।
যে যার মতো সবার সবখানে ঘুরে বেড়ানোর দৃশ্য,
প্রায় দৃশ্যমান।

‘শত্রু’ শব্দটার আর দেখা নেই অভিধানে।
নতুন সংস্করণে এমন সম-শব্দ মুছে ফেলার
সিদ্ধান্ত নিয়েছেন গ্রন্থিকগণ ।
কারণ, মানুষ এখন একে অপরের দিকে
শুধুই হাসি ছোঁড়ে।

মন্তব্যসমূহ