তানজিন তামান্না


তানজিন তামান্না
সোণালুভুল

ডটচিহ্নে মাথা গুঁজেছে স্মৃতি...
ধুলো ঝেড়ে দাঁড়ায় শীতে জমা
দশদিনের পরদিন । গতরাতে
 মনখারাপের পাশে একা নদী
 ভিজেছে কুয়াশায় । তার ঠোঁট
থেকে ক্ষত তুলেছিল ভৈরবীরাত

আর ওল্টানো পাতায় হেমন্তের
 কবিতা থেকে টুপটাপ ঝুপঝাপ
ঝরে আত্মজন্মা সোণালুভুল ।


মন

খয়েরী পর্দার ফাঁকে মাখনরঙা
 বিছানাঘর । দরজার পাশে দুলছিল
 অন্ধকার । দু’চোখ থেকে স্বপ্ন
 গড়িয়ে যায় শিমুল তুলার বালিশে ।
 যে শিমুলের প্রতিবেশী প্রজাপতি
 হতে ঝুম বৃষ্টিতে ভিজেছিল
 বৃশ্চিক ।

এখন হালকা শীত । বৃশ্চিক
 ঘাসফড়িঙ হয়ে নাচে ।

মন্তব্যসমূহ