ফেসবুকের কবিতা ও অণুগল্পঃ শ্যাম নীল ও অন্তরা চৌধুরী

 

ফেসবুকের কবিতাঃ
শ্যাম নীল
সম্পর্ক

যতো বার ভাবি
এই ঠোঁটে তোকে স্পর্শ করব না আর
ততো বার জড়িয়ে যাই
সম্পর্কে
শরীর থেকে শরীরী
শুধু ধোঁয়াই ওঠে না

ঝড় ওঠে এখন
প্রতিটি চুম্বনে...





ফেসবুকের  অণুগল্পঃ
অন্তরা চৌধুরী
শুক্লা চতুর্দশী
                 
প্রতীক্ষার পারদ নামতে নামতে যখন তলানীতে গিয়ে ঠেকেছে তখন বুঝলাম তুই আর আসবিনা। ফিরে আসছিলাম ছাদ থেকে। এমন সময় গাড়ির আওয়াজ পেলাম। মুখ বাড়িয়ে দেখি তুই এসেছিস অবশেষে। অদ্ভুত আনন্দে মন ভরে গেল। সেদিন ঘরের ভেতর তোর সঙ্গে গল্প করতে ইচ্ছে করছিল না। তাই বললাম-চল ছাদে যাই। 

 সেদিন ছিল আষাঢ়ের শুক্লা চতুর্দশী। বিশাল চাঁদ উঠেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর সঙ্গে গল্পটা ঠিক জমছিলনা।  তাই নীচ থেকে একটা মাদুর আর বালিশ নিয়ে এলাম। তুই বেশ রাজকীয় স্টাইলে হেলান দিয়ে বসলি। আমি তোর পাশে। টুকরো টুকরো কথার ফাঁকে ঠাণ্ডা বাতাসে ভেসে আসছে তোর শরীর মিশ্রিত পারফিউমের গন্ধ। কখন যে বালিশে মাথা রেখে শুয়ে পড়েছিস বুঝতেই পারিনি। চাঁদের আলোয় ভীষণ স্নিগ্ধ লাগছিল তোকে।  বর্ষার কালো মেঘ আর চাঁদের আলো আঁধারী খেলা বারবার অস্থির করে তুলছিল আমাদের। 
অন্যদিন তোর কথার স্রোত থামানো যায় না। কিন্তু আজ এত নীরব হয়ে আছিস কেন! সময় পেরিয়ে যাচ্ছে। যে কথা আমরা কেউ কোনদিন একে অপরকে বলতে পারিনি, মৌন প্রকৃতির নীরবতাই কি সব না বলা কথা বলে দিয়েছিল? তুই আমার এত কাছে আছিস তাও এত দূরে কেন? 

    কীভাবে যে দু-ঘণ্টা কেটে গেল টের পাইনি। যখন পেলাম তখন অনেক রাত। সমস্ত বন্ধন ছিন্ন করে...তুই পাশে নেই!



মন্তব্যসমূহ