সুনীল সোনা


সুনীল সোনা
অশ্রুকণা

বন্ধু নদীটি ফেলে আসা যায় না সহজে
ভেজা স্বপ্নের ছাপ আমাকে মুগ্ধ করে
 সম্প্রতি হয়ে থাকে অতীতে কোলাহল
শক্ত মনের পাশে দু'চোখ উপচে পড়া

ঘুম রহস্যে রাঙা হয়ে ওঠে গোপীনাথপুর
পাতা উলটানো হাত আজ আগুনের দিকে
বিশ্বাসবাড়ির ছাই চাপা ক্ষত
ভাঙা ঠোঁট জুড়ে ফের নিঃশর্ত চুম্বন

বিরচিত অনুভব কুরে খায় কচি হাড়
আজও জন্মাচ্ছে যারা  উঠোন রাঙিয়ে
তাদের জন্য আমার চিৎকারের স্বর
কোনওদিন ধুলো থেকে উড়ে পৌঁছে যাবে না

দুই হাত উঁচু করে আহ্বান জানাব
ইটের পাঁজর ভাঙা দাউদাউ দরজায়
অপমান ছুঁড়ে ফেলে বুঝে নাও অশ্রুকণা
জল আর জীবনের এতাই সঠিক ধর্ম...

প্রতিটি জন্মের ধুলো

একবার উৎস্মুখ আলগা করে দেখো, জটিল হৃদ্য থেকে রক্ত
ক্ষরণের শব্দ তোমাকেও মুগ্ধ  করবে, বিপরীতে নিষিদ্ধ জল চিরে
দ্রুত নেমে আসছে নিঃস্ব জীবন , শুধু তোমাকেই নয় , আমাকেও
ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা গভীর সমুদ্রের অববাহিকা
থেকে উপচে পড়ছি উপদ্রুত  অন্ধকারে

লিপিবদ্ধ হচ্ছে প্রেম আগুনের বুকে...

মন্তব্যসমূহ